শুভ বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে ২১ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর শহরের কসবা বিশপপাড়া প্রাঙ্গনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির উপহার বিতরন করা হয়।
উপহার তুলে দেন দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার দাস, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, কসবা মিশন পাড়া ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাথা লিউস, সাধারন সম্পাদক পিটার রতন, দক্ষিণ কসবা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান বকুল প্রমুখ।
উপহার বিতরনের পুর্বে বক্তারা বলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সকল মানুষ তাদের নিজ নিজ উৎসব পালন করে আসছে। এতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। বড়দিনের উৎসব যেন সুন্দর ও আনন্দের সাথে পালন করতে পারে সেজন্য হুইপ ইকবালুর রহিম এমপি এই উপহার।