মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযানে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুটি পেট্রোল পাম্পে ডিজেল ও পেট্রোল তেল ওজনে কম দেয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশিদা আক্তার, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের প্রসিকিউশন কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মেসবাজ উল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ এ জরিমানা করেন।
রংপুর বিএসটিআই বিভাগীয় অফিস সুত্রে জানা যায়, খানসামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ এর মালিকানাধীন মেসার্স সোহাম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে পেট্রোল ও ডিজেলে প্রতি ইউনিটে ওজনে কম দেয়ার অপরাধে ২০ হাজার টাকা ও জনৈক সোলাইমানের মালিকানাধীন খানসামা ফিলিং স্টেশনে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার ছাতিয়ানগড়ে রাবেয়া বেকারীতে অভিযান পরিচালনা করে উৎপাদিত পণ্যের নিবন্ধন না থাকায় ২০১৮ সালের ২৪/৪১ ধারায় ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মেসার্স সোহাম ফিলিং স্টেশনের স্বত্তাধিকারি খানসামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ জানান, তেল কিছু উড়ে যায়। ডিপো থেকে তেল আনতে কিছু তেল নষ্ট হয়। এছাড়াও পাম্প ম্যানেজাররাও কিছু ঘাপলা করে। ভবিষ্যতে কঠোর নজরদারি করা হবে, যাতে কোন গ্রাহক প্রতারিত না হয়। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান উপ- পরিচালক (পদার্থ) প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।