মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৪ অক্টোবর রোববার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ দ্বিাতীয় সেমিফাইনাল খেলায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমী ৫-৩ গোলে দিনাজপুর সদর উপজেলার ফাসিলাডাঙ্গা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব-কে হারিয়ে বিজয় অর্জন করে ফাইনাল খেলায় অংশ গ্রহণের সুয়োগ তৈরি করে নিয়েছে দলটি।
২৪ অক্টোবর রোববার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর দ্বিতীয় সেমিফাইনালে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমী বনাম দিনাজপুর সদর উপজেলার ফাসিলাডাঙ্গা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব-এর খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা, ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ মোঃ সপু আহমেদ, সদস্য সচিব হুমায়ুন কবীর আপেল, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক জগতপুর কলেজের অধ্যাপক মোঃ মাসুদুর রহমান পলাশ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিবুর রহমান বিপ্লব, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, টুর্নামেন্ট কমিটির সদস্য মো নাসিম আলী ও জুয়েল হক প্রমূখ।
এই টুর্নামেন্টের প্রথম দিন থেকে প্রতিটি টিমির খেলা চলাকালিন সময় ধারা বর্ণনার দায়িত্ব পালন করেন মোঃ রফিক।