
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৪ অক্টোবর রোববার দিনাজপুর স্টেডিয়ামের হলরুমে দিনাজপুর জেলা পুলশ এর আয়োজনে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শচীন চাকমা। অন্যান্যদের অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন, বাংলাদেশ দাবা ফেডারেশন এর নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল উপশহর টেক্সটাইল ইনস্টিটিউট এবং রানার্স আপ দল জাগরণী ক্লাব-কে বিজয় ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই চ্যাম্পিয়ন দল আগামীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে আনবে এবং দিনাজপুরের সুনাম অর্জন করে জেলার অন্যান্য খেলোয়াড়দের পাশাপাশি দাবা খেলার প্রতি মানসিকতা তৈরির এক অনন্য দৃষ্টি স্থাপন করবে।