মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়ামে মোজাম্মেল হক ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস-এর সহ-সভাপতি জনাব সানজিদ আকতার হক-এর শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব এ কে এম আজাদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের এর যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, নির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া (সাবেক সংসদ সদস্য), নাজমা মশির, রেজিনা ইসলাম এবং মোজাম্মেল হক ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দিন মন্ডল, যুগ্ম সম্পাদক নুর আলম হক খোকন প্রমূখ।
জিয়া হার্ট ফাউন্ডেশন এর পাবলিক রিলেশন কো-অডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টু এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সিইও গোলাম রসূল রকেট, প্রশাসনিক কর্মকর্তা সামসের আলী এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার সহ হাসপাতালের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পূর্বে দিনাজপুর ফরিদপুর গোরস্থানে জিয়া হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী বেগম খুরশী জাহান হক-এর কবর জিয়ারত করেন তার তৃতীয় পুত্র সানজিদ আকতার হক সহ জিয়া হার্ট ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।