
দিনাজপুরে বৃষ্টি হচ্ছে , বাড়তে পারে শীত - Trustnews24.com
দিনাজপুরে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে শীতের প্রকোপ কিছুটা কমে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।

এদিন সকাল ৯টার দিকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তোফাজ্জেল হোসেন জানান, বুধবার দিনাজপুর, সৈয়দপুরসহ আরো দুই একটি স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। আজ দিন ও রাতের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। অর্থাৎ আজ থেকে উত্তরের জেলাসমূহে শীতের প্রকোপ ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।
বুধবার সৈয়দপুর ১৫ ডিগ্রি, রাজারহাট ১৩.৫, রংপুর ১৫.৭, বদলগাছি ১৪.৫, যশোরে ১৪.৮, শ্রীমঙ্গল ১১, চুয়াডাঙ্গায় ১৫.২, তেঁতুলিয়ায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪