মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৩০ অক্টোবর শনিবার জিয়া হার্ট ফাউন্ডেশন এর অডিটরিয়ামে ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা হয়। সভার শুরুতেই ভার্চুয়াল এর মাধ্যমে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এবং ভার্চুয়ালে মুক্ত হয়ে সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ড. হাসনাইন আখতার হক।
গভায় শোক প্রস্তাব পাঠ করেন কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। বিগত বছরের সভার সিদ্ধান্ত সমূহ পাঠ করেন প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু তাহের আবু, প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান।
উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আজীবন সদস্য রাহাবার কবির পিয়াল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোঃ শাহেদ রিয়াজ (পিম), নির্বাহী সদস্য আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, ডাক্তার চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মোঃ আবেদুর রহমান বিরাজ, মোঃ আখতারুজ্জামান মিয়া, মিসেস রোজিনা ইসলাম, মিসেস নাজমা মসির, মোঃ আবু তৈয়ব আলী দুলাল এবং অন্যান্য আজীবন ও সাধারণ সদস্য সদস্যগণ।
বার্ষিক সাধারণ সভা শেষে প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক সহ অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্খী যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।