মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৩০ নভেম্বর মঙ্গলবার একাডেমিক ও বিশ^বিদ্যালয় ভর্তির সুপরিচিত কোচিং আইকন কোচিং সেন্টারের আয়োজনে ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়য়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য এবং দিনাজপুর পৌর সভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফয়সল হাবিব সুমন।
অনুষ্ঠানে আইকন কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুল বারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫তম বিসিএস জয়ন্ত কুমার রায়। আইকন কোচিং সেন্টারের শিক্ষকদের মধ্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম, মোঃ ওমর ফারুক, মোঃ আমিনুল ইসলাম, শ্রী সুজন চন্দ্র রায়, মোঃ সামিউল ইসলাম সুমন প্রমূখ।
আইকন কোচিং সেন্টার ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সুনামের সহিত বিভিন্ন শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে ৩৩২ জন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩৩২ জন এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে ৯ জনকে মেধা তালিকা মূল্যায়ন করে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মেধাতালিকায় ৯ জন শিক্ষার্থীদের মধ্যে দিনাজপুর সরকারি কলেজের মানবিক বিভাগের সাদিয়া রুম্মানকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মূল্যায়ন করে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম স্থান অধিকারী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় চান্স প্রাপ্তদের মধ্যে ১৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।