
মো নুর ইসলাম, দিনাজপুর ॥ মহামারি করোনার মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গতবারের তুলনায় এবারের ফলাফল বেশ ভালো। জিপিএ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন ছাত্র-ছাত্রী। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বরাবরের মতো এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিন রংপুর বিভাগে ৮ জেলায় এবার অংশ নিয়েছিল ১ লাখ ৯৩ হাজার ৪১২জন ছাত্র-ছাত্রী। ফলাফলে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ। বরাবরের মতো এবারও জিপিএ ৫ প্রাপ্তি এবং পাসের হারে ছাত্রদের তুলনায় শীর্ষে রয়েছে ছাত্রীরা। ১৭ হাজার ৫৭৮ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯০৬ জন ছাত্রী এবং ছাত্ররা পেয়েছে ৮ হাজার ৬৭২জন।
দুপুর ১২টায় গণমাধ্যম কর্মীদের ফলাফলের সার সংক্ষেপ ইমেইলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান।
ফলাফল পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টিমুখ করাসহ আনন্দ উল্ল¬াসে মেতে উঠেন শিক্ষার্থীরা। এদিকে প্রথম বারের মত এসএসসিতে ৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ১৯জনের জিপিএ ৫ অর্জনসহ শতভাগ পাশ করেছে দিনাজপুরের হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ভাল ফলাফলের পেছনে করোনা কালে অনলাইনে ক্লাশে অংশ গ্রহনের সুবিধার্থে ও লেখাপড়ায় আগ্রহী করে তুলতে পরীক্ষার্থীদের ১৫ জিবি করে ইন্টারন্টে ফ্রী দিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ।