মোঃ আরিফুল ইসলাম আরিফ ॥ চোর পুলিশের খেলা খেলে, ট্রাক ও কাভার্ডভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা শহরে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে বিভিন্ন যাত্রী। তাদের এই দুর্ঘটনার জন্য দায়ী কে?
এভাবে চোর পুলিশের খেলা সামলাতে না পেরে বিভিন্ন যানবাহন তার গন্তব্য স্থানে যাওয়ার প্রাক্কালে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এই দুর্ঘটনায় অনেকের প্রাণহানি এবং অনেকেই পঙ্গুত্বের জীবনযাপন অতিবাহিত করছে।
৩১ জুলাই রোববার রাতে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সাজাপুর মসজিদ পাড়া গ্রামের ঢাকা মহাসড়ক হাইওয়ে রোডে যাত্রীবাহি ঢাকা মেট্রো-ট- ২২-৩৮১৬ নম্বরের ট্রাক ও পণ্যবাহী যশোর-ট- ১১-৩৭২৬ নম্বরের ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সড়ক দূর্ঘটনায় প্রায় ১০জন যাত্রী আহত এবং দুজনের অবস্থা আশংক্ষাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংবাদ পাওয়া যায়নি।