দিনাজপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলামকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করেছে নিরা ভিশন স্কুল এন্ড কলেজ। ১ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সদরের গোপালগঞ্জ হাটস্থ কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে নিরা ভিশন স্কুল এন্ড কলেজের আয়োজনে সংবার্ধনা অনুষ্ঠান ও বিদ্যালয় পরিদর্শন ২০২১ সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলামকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন, বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ মাহমুদুর রহমান। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব খতিব উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আসন্ন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, নিরা ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের ফুল ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম বলেন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা ও জুম এ্যাপ এর মাধ্যমে শিক্ষার উন্নয়ন প্রসার ঘটাতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলছে। শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জাতি সংগঠনের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার মাধ্যমিক জীবনের স্মৃতিচারণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক শাহ মোঃ ফয়জুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মাহমুদা খাতুন জোস্না প্রমুখ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নিরা ভিশন স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণী কক্ষ ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
উল্লেখ্য, দিনাজপুরের শিক্ষা বোর্ডে যোগদান করার পর এই প্রথম নবাগত চেয়ারম্যান কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রথম পরিদর্শন করলেন।