কেক তৈরির কর্মশালার মাধ্যমে নারীদের ভাগ্য পরিবর্তনে আমুল পরিবর্তন সাধিত করেছেন নাহার‘স কিচেন স্বত্বাধিকারী বর্ণী আহমেদ । নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি ,আর্থিক স্বাবলম্বীকরণ সৃষ্ঠি সহ পরিবারদের মাঝে স্বাস্থসম্মত খাবার পরিবেশন এর লক্ষে দিনাজপুরে কেক তৈরির কৌশল বিষয়ক কর্মশালা বিভিন্ন বয়সী নারীরা অংশ গ্রহণ করে।
দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নাহার‘স কিচেনে দু’দিনব্যাপী (৫ম তম) এই কর্মশালায় প্রশিক্ষনার্থীরা শুধু নিজের জন্য নয়, ব্যবসায়ীক ক্ষেত্রেও এ কৌশল কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারবে সেই সাথে একজন আত্মনির্ভশীল উদ্দ্যেক্তা শুধু নিজের নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে আবদান রাখবে বলে জানান নাহার‘স কিচেন স্বত্বাধিকারী ও প্রশিক্ষক বর্নী আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন “ দিনাজপুর বিজনেস গ্রুপ ” গ্রুপের এ্যাডমিন ফিহনা মাহিয়াত, নুসরাত হাসান , ইসমত আরা ইতি ,শাম্মী আক্তার লিজা,কানন আহম্মেদ , মডারেটর সাদিয়া আফরোজ, আফসানা তিথী,শাওন পারভেজ,তামান্্না তাবাসুম,ভোলেন্টিয়ার স্বপ্না শারমিন,মৌরি ইসলাম,সোনিয়া রহমান,ওয়ারিসা হক,নাজিয়া নিতু,আনিকা শাহনাজ,সেঁজুতি কুন্ডু নিশিতা প্রমুখ্য ।