শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ “হান্ড্রেড হিরো’জ তৈরী করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের শিক্ষার্থীদের নিয়ে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ-হাবিপ্রবি এবং দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে দিনব্যাপী সামাজিক জাগরণ অনুষ্ঠিত হলো।
চীফ সোশ্যাল সায়েন্স এন্ড হিউমিনিটিস অনুষদ এর প্রফেসর ড. গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রোজিনা ইয়াসমিন লাকী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস। বক্তারা বলেন, সুন্দর শিশুদের সুন্দর আবাস গড়তে পারলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে।
আজকের এই ১ শতজন শিক্ষার্থী শিশু সুরক্ষার ব্যাপারে চ্যাম্পিয়ান হবে হান্ড্রেড হিরো। তারাই একদিন চ্যাঞ্জমেকার হবে, তারাই একদিন ক্লাস মেইড চ্যাঞ্জমেকার হয়ে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয় কাজ করবে। আমরা একদিন সবাই দেখবো তারা হান্ড্রেড হিরো নয় থাউজেন্ড হিরো তৈরী হয়ে আলোকিত মানুষ হিসেবে আলো ছড়াচ্ছে দেশে।