
দিনাজপুরে মোকামের হালখাতা উৎসবে সাজেদুল আবেদিন শাহীন পেলেন শ্রেষ্ঠ ব্যবসায়ীর স্বীকৃতি - Trustnews24.com
৩০শে জুন, (বৃহস্পতিবার) দিনাজপুরের হোটেল গ্র্যান্ড নূর-এ অনুষ্ঠিত হয়েছে মোকামের “হালখাতা উৎসব”। ২০২১-২০২২ অর্থবছরের শেষ দিনে সকল ব্যবসায়িক পার্টনারদের নিয়ে মোকাম এই উৎসবের আয়োজন করে। উৎসবে ব্যবসায়িক পার্টনারদের কাছ থেকে অর্থবছরের সকল দেনা সমন্বয় করবার পাশাপাশি একটি আলোচনা সভা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিগত অর্থবছরে যারা মোকামের সাথে সবচেয়ে বেশি ব্যবসা করেছেন তাদেরকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বছরে মোট ৬১০ কোটি টাকার ব্যবসা করে শ্রেষ্ঠ ব্যবসায়ীর সম্মাননা পান শাহীন স্টোরের মালিক সাজেদুল আবেদিন শাহীন। পুরষ্কার নেয়ার সাথে সাথে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি মোকামের কাছ থেকে প্রাপ্ত ২৭ কোটি টাকা বিনিয়োগ ব্যবহার করে কীভাবে ব্যবসায় প্রগতি নিয়ে এসেছেন সেটি তুলে ধরেন এবং তার উপর বিনিয়োগ করবার জন্য মোকামকে ধন্যবাদ জানান।
উৎসবে মোকামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, রেজা আলি মাহমুদ এবং হেড অফ ট্রেজারি, মোহাম্মদ মোহসুনুদ দায়ান (আবুল ফাতাহ)।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪