২ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর জেলার কর্মরত এনজিও সংস্থার প্রতিনিধি বৃন্দের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
মমতা পল্লী উন্নয়ণ সংস্থা’র নিবার্হী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএসডিএ’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সাধারণ পরিষদ সদস্য ড. আব্দুস ছালাম। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ণ প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম, এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা পল্লী উন্নয়ন সংস্থা, বিএসডিএ, গ্রাম উন্নয়ন প্রচেষ্টা, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিবিডিএস, কামটু ওয়ার্ক, চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা, নীড়, অন্বেষন, বিভাস, সেপ বাংলাদেশ, স্বকল্প সোসাইটি ও প্রত্যাশা বাংলাদেশ দিনাজপুর।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি এনজিও ফাউন্ডেশন সরকারি অর্থায়নে তৃনমূল পর্যায় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা জানি, প্রকৃত অর্থে উন্নয়নের সকল কর্মসূর্চী বাস্তবায়নের জন্য দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন। সেই লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী প্রণয়ন করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজে নিয়োজিত রয়েছে।
দিনাজপুর জেলায় ২৭ টি সহযোগি সংস্থা আর্থ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।