
৩ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র পার্টি সেন্টারে বন্ধু ’৭১ আয়োজিত বন্ধুত্বের ৫০ বকছর পূর্তি মিলন মেলা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাবুদার রহমান চৌধুরী। স্মৃতি চারন করে বক্তব্য রাখেন লুৎফুল হক টুটুল, মঞ্জুরুল ইসলাম, সেতারা ইয়াসমিন, জাহেদুল হক, জিনাত বেগম, মাইনুদ্দিন আহম্মেদ, বাবুল চৌধুরী, মোঃ সফিকুল ইসলাম বুলবুল, সুনীতি ঘোষ, মোঃ জয়নাল আবেদীন, প্রেমনাথ রায়, সমর ঘোষ, জিন্নাত চৌধুরী মিলি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমর চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ হাসিনুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠানে মহিলা সদস্যদের নিয়ে বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বন্ধু সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। সভার শুরুতে অসুস্থ বন্ধুদের সুস্থ্যতা কামনায় এবং যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিনুর ইসলাম জুয়েল। সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি- সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সহ-সভাপতি ডাঃ গোলাম গাউস মন্টু, শামসুজ্জামান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক- মাবুদার রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল, সফিকুল ইসলাম বুলবুল, কোষাধ্য- মতিউর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক- প্রেম নাথ রায়, ক্রীড়া সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক- সমর চক্রবর্তী, সদস্য- কামরুজ্জামান লাইজু, মোফাজ্জল হোসেন তোতা, আমিনুল করিম আমু, এটিএম মোবাসের, মঞ্জুরুল ইসলাম মুন্সী, সিদ্দিকুল হক বাচ্চু, নুরুল হুদা জিম, মোঃ মবিনুর রহমান, মাহবুবুল হক চৌধুরী, জিনাত আরা মিলি চৌধুরী, রোজিনা ইসলাম ও মোঃ শহিদুল ইসলাম।