
মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ৫ জুন’২০২২ রোববার “একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের ইকোলজি ক্লাব এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ, ক্যাম্পিাস এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাবেত। সকাল ১১ টায় প্রতিষ্ঠানের হল রুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
এসকল অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, সকল বিভাগের শিক্ষক ও ইকোলজি ক্লাবের সদস্যবৃন্দ।