৬ডিসেম্বর সোমবার পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে ফ্রি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর সিনিয়র কনসালটেন্ট (অবঃ) গাইনী বিভাগ এর ডাঃ আয়েশা আক্তার বানু, রানীগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র সদর দিনাজপুরের মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দিক এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এলাকার দুস্থ্য অসহায় ২৬০জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করে। স্বাস্থ্য কেম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক ও ইউপি সচিব মোঃ মোর্কারম হোসেন। চিকিৎসক বৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে চলতে হবে এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করলে দ্রুত সুস্থ্য হওয়া সম্বব। প্রধান অতিথি ইউপি, চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বলেন, বর্তমানে করোনা মহামারি থেকে রক্ষায় সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা আমাদের উচিত। এছাড়া সকলকে মাস্ক ব্যবহার করা ছাড়াও সাবন পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া এবং সামাজিক দূরুত্ব বজায় চলা উচিত। স্বাগত বক্তব্য রাখেন, সমৃদ্ধি কর্মসূচীর রাজারামপুরের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র প্রধান কার্যালয় হতে আগত ঋন ও আয় বৃদ্ধি মূলক কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোঃ মোস্তফা কামাল। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা যমুনা রানী রায়, স্বাস্থ্য কর্মী নাজমুন নাহার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ ও রাজারামপুর ইউনিটের ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ।