মোরশেদ উল আলম, চিরিরবন্দও প্রতিনিধি ঃ চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহনে ৬ দিন ব্যাপী রিফ্রেসিং কোর্স অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর বুধবার বিকেল ৪ টায় হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাষ্টারের আয়োজনে উত্তর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ দিন ব্যাপী রিফ্রেসিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এম জিএম সারোয়ার হোসেন।
দায়িত্বপ্রাপ্ত ক্লাষ্টারের সহকারি শিক্ষা অফিসার মোঃ মেনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রফুল্ল্য কুমার বর্মণ, মোঃ মতিয়ার রহমান সিদ্দীকি নিউটন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। সমাপনী দিনে সকল প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন।
প্রশিক্ষণে হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা বেগমসহ ক্লাস্টারের সকল প্রধান শিক্ষকগন অংশগ্রহন করেন।