হিলি প্রতিনিধি ॥ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলিতে চিত্রা অংকন ও রচনা প্রতিযোগীতা শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
১৪ নভেম্বর রবিবার দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন অনিল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চিত্রা অংকন ও রচনা প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এআলম।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ অফিসার রতন কুমার, সহকারী শিক্ষা অফিসার মোঃ হারুন উর রশিদ,একাডেমী কর্মকর্তা মাহমুদুন নরী,সুপার ভাইজার সাখওয়াত হোসেন, শিক্ষক আনওয়ারুল হক টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।