বাংলা স্কুলকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় স্টিল দ্রব্যাদি উপহার দিলো স্কুলের ১৬০ বছর উদযাপন কমিটি।
১৪ নভেম্বর রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের ব্যবহার করার জন্য স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, বুক সেল্ফ, মাস্টার টেবিল চেয়ার উপহারস্বরূপ দেন বাংলা স্কুল ১৬০ বছর উদযাপন কমিটি। স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের হাতে উপহার দ্রব্যাদির চাবি তুলে দেন উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন।
এসময় উপস্থিত ছিলেন বাংলা স্কুল ১৬০ বছর উদযাপন কমিটি আহবায়ক ও স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক মো. শমসের আলী, প্রাক্তণ ছাত্র এসোসিয়েশনের সভাপতি মেহেরুল্লাহ বাদল, উদযাপন কমিটির কোষাধ্যক্ষ আখতারুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা স্কুলের প্রাক্তণ ছাত্র আলহাজ্ব শামীম জিলানী, মমিনুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।