
মোঃ নুর ইসলাম ॥ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস দিনাজপুর আয়োজিত ১৭ এপ্রিল-২০২২ ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদিন, সেক্টর কমার্ন্ডাস ফোরামের সভাপতি আব্দুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার শুরুতেই জেলা তথ্য অফিসে সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া ঐতিহাসিক মুজিব নগর দিবস এর উপর প্রামান্য চিত্র প্রদর্শন করেন। দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বুদ্ধীজীবী, কলামিস্ট, গণমাধ্যম কর্মী অংশ গ্রহন করেন।