দিনাজপুরে নাসিব সদস্যদের কর্ম-প্রতিষ্ঠানে শোভন কাজের চিত্র এবং তদানুযায়ী কর্ম-পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বুধবার দিনাজপুর চেম্বার অব কমার্স হলরুমে নাসিব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সকল প্রকার সহযোগিতা করে আসছে। সরকার স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনার ২০৪১ বাস্তবায়নের জন্য আগামী অর্থ বছরে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনা হবে। দক্ষতা উন্নয়ন করে উদ্যোক্তাদের কর্মসংস্থান দেয়া হবে এবং এসএমই’র মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হবে।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের আরও কোন সহযোগীতা করা হলে চেম্বার থেকে তা করা হবে বলেন তিনি জানান।
নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো ঃ মতিউর রহমান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাসিব কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এবং দিনাজপুর জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি সম্পা দাস মৌ। কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করে।