জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ইমাম প্রশিক্ষন একাডেমির অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরের কর্মসূচীভুক্ত প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের নিয়ে রিফ্রেসার্স প্রশিক্ষন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রিফ্রেসার্স প্রশিক্ষনের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম। প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এবিএমজি কিবরিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপার ভাইজার মোঃ মেহের আলী। প্রশিক্ষনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মউশিক শিক্ষক হাফেজ মোঃ লিয়াকত আলী।
প্রশিক্ষনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি মোঃ আবুল কালাম বলেন, বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। শুধু অভাব রয়েছে ভালো মানুষের। ভালো মানুষ বানাবার দায়িত্ব আমাদের সমাজের ধর্মীয় নেতাদের বা ইমাম সাহেবদের। পরিবারিক-সামাজিক অবক্ষয় দুর করতে ইমাম সাহেবদের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নতুন নতুন ধ্যান ধারণার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রশিক্ষনে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সাহেবরা অংশগ্রহণ করেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।