
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সেমিনারের বিষয় ছিলো মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। সেমিনারে প্রাথমিক শিক্ষার উপর প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান। মুক্ত আলোচনায় অংশ নেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার ক.খ মোঃ আলাওলহাদী, কাহারোল উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, গোলকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা পারভীন, পশ্চিম বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা চৌধুরী, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল লতিফ, নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ সাইফুল ইসলাম, শিশু শিক্ষার্থী নওশিন তাবাসসুম সুইটি ও রুপসা আফরিন রিয়া।
সেমিনারে সিনিয়র জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল মিয়া, চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেনসহ বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে প্রাথমিক শিক্ষার গুনগতমান, প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।