দিনাজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর অর্থ (চেক) ৬৯টি প্রকল্প প্রতিষ্ঠানের মাঝে বিতরন করা হয়েছে।
২৪ নভেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার চেক বিতরন করেন।
দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন-এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসোক কুমার রায়, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রসঙ্গত, ৬৯ প্রকল্পে ৪৯ লক্ষ ৫৭ হাজার ৬৬৬ টাকা বিতরন করা হয়।