
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৭ মে’২০২২ শুক্রবার দিনাজপুর পর্যটন মোটেল এর হলরুমে মেহেরুন্নেসা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এমএনডিএফ) এর সহযোগিতায় ও কনফিয়ার গ্রুপের পরিচালনায় হাজী মোহাম্মদ দানেশ শিক্ষা বৃত্তি-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক। এমএমডিএফ-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রাহিনূর ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষানুরাগী এমএনডিএফ এর চেয়ারম্যান ফজিলাতুন্নেছা। কর্নের পাবলিক স্কুল এর সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফিয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ মিলন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন কনফিয়ার গ্রুপের পক্ষে মাহবুব আল তিতুমীর।
উল্লেখ্য যে, এমএনডিএফ এর সহযোগিতায় হাজী মোহাম্মদ দানেশ শিক্ষা বৃত্তি প্রদান এই কার্যক্রমটি দ্বিতীয় শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কাজে উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে। ২০১৯ সালে এই কার্যক্রমের আওতায় প্রথম ৩০ জনকে শিক্ষা বৃত্তি প্রদান, ২০২০ সালে ৩০ জনকে এবং ২০২১ সালের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২৭ মে’২০২২ শুক্রবার ৯০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।