দিনাজপুরের বীরগঞ্জে ১৭ নভেম্বর দুপুরে র্যাবের হাতে ৮৩৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখ্স উচ্চ বিদ্যালয়ের পূর্ব সীমানা প্রাচীর সংলগ্ন মাটির রাস্তার উপরে অভিযান পরিচালনা করেন র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৮৩৫পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইলসেট, ৮টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড এবং মাদক বিক্রিত নগত ১২ হাজার ৯০০ টাকা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা উপজেলার মাহাতাবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. রুবেল ইসলাম (২২) ও নওগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আল আমিন ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়। সিপিসি-২, নীলফামারী ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মো. হালিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাহারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীদের বীরগঞ্জ থানায় সোপর্দ ও মাদক মামলা রুজু করা হয়।