দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে জ্যাকেটের পকেট থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর। বুধবার বিকেলে দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নের আরাজি ফাজিলপুর গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার হয়।
আটককৃতরা হলো, ফারুক হোসেন(৩৭) দিনাজপুর সদরের ফাজিলপুর ইউপির জহির সরকারের ছেলে ও আবু সাঈদ (৩০) সুন্দরবন ইউপির বারবীগাও গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে আটক ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রেতা ফারুকের হোসেনের কাছ থেকে তার জ্যাকেটের পকেট থেকে ৫০০পিস ইয়াবা ও ক্রেতা আবু সাঈদের জ্যকেটের পকেটে লুকানো ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক আবু সাঈদ এসব মাদকদ্রব্য খুচরা মূল্যে বিক্রির উদ্দেশ্যে ফারুক হোসেনের কাছ থেকে পাইকারি মূল্যে কিনে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ রক্ষা হয়নি, ডিএনসির একটি দল তাদের দুজনকেই আটক করে তল্লাশি করে জব্দ করে ইয়াবা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪