![](https://trustnews24.com/wp-content/uploads/2021/10/IMG_20211028_162624.jpg)
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী।
তাদের নাম, মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিক্ষার্থী ফেসবুকে নিয়গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ‘ফেসবুকের ইউরোপের এক অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড়া ইউরোপের অন্য কোন অফিস জয়েন করতে চাই কী না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি।’
‘মোট তিনটা ধাপে আমার ভাইবা নিয়েছে ফেসবুক। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা ছিল। প্রতিটি ভাইবার জন্য সময় দিয়েছে ৪৫ মিনিট করে
তিনি আরও বলেন, ‘ফেসবুকের মতো জনপ্রিয় একটা সাইটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যাদের ফেসবুক গুগলে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়।’
অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন বলেন, প্রথম কয়েকবার এপ্লাই করে ব্যর্থ হই। কিন্তু সবসময়ই নিজের ওপর আমি বিশ্বাস রেখেছিলাম। অবশেষে এই বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ৬টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। সবগুলো ইন্টারভিউয়ে পাস করার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে জয়েনিং আগামী ফেব্রুয়ারিতে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪