মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইসরায়েলের পরিস্থিতি নিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে।
শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর জন্য হামাসের নিন্দা জানিয়ে বাইডেন হোয়াইট হাউস থেকে তার বক্তব্যে বলেন, ‘সন্ত্রাসী হামলার কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে। তারা তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে; আমরা তা নিশ্চিত করব।
বাইডেন বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য তার প্রশাসনের সমর্থন ‘দৃঢ় ও অবিচল’।
মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি বিদ্বেষী অন্যান্য পক্ষগুলোকেও এসব হামলার সুযোগ নিতে নিরুৎসাহিত করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪