কুষ্টিয়ার খোকসায় নাসিরুল (২৩) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০ টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত নাসিরুল খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে। এলাকাবাসী জানায়, নাসিরুল সিলেটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দুদিন আগে তিনি বাড়ি ফেরেন। সোমবার বিকেলে নিজের ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪