বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেয় এক ব্যক্তি। সেই ব্যক্তিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ার পর বিরাট কলির মেয়ে বমিকাকে ধর্ষণের হুমকি দেয় এক ব্যক্তি। সেই ব্যক্তির হুমকির জেরে মুম্বই সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। বিরাট কোহলির মেয়েকে হুমকি দেওয়া সেই ব্যক্তি রামনাগেশকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
হুমকি দেওয়া সেই ব্যক্তি বয়স ২৩। তিন পেশায় একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মরত। এর আগে, টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় টিম বিরাট কোহলি।
সেই সময় ভারতীয় পেসার মহম্মদ সামি অনলাইনে বক্রোক্তির শিকার হন। সামিকে টার্গেট করে সাম্প্রদায়িক প্রসঙ্গে টেনে আক্রমণ করেন। সেই সময় সামির পাশে এগিয়ে আসেন বিরাট কোহলি।
এরপর টুইটার থেকে ক্রিকক্রেজি গার্লের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় । যেখানে বিরাট ও অনুষ্কা শর্মার নয় মাসের মেয়ের ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলা হয় ।
আমাদের ফেইসবুক link : ট্রাস্ট নিউজ ২৪