দিনাজপুরের নবাবগঞ্জে শতভাগ বিদ্যুৎ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অধিনে নবাবগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম. মোঃ বনিয়ার রহমান। দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ জানান ইতো মধ্যেই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের করবেন। উল্লেখ্য ইতি পূর্বে দিনাজপুরের বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট উপজেলার শতভাগ বিদ্যুৎ এর ঘোষণা হয়েছে। এখন শুধু মাত্র নবাবগঞ্জ উপজেলার অপেক্ষায়।