স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে নিজ নির্বাচনী শিবির ডেলওয়ার থেকে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতেই প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় তুলে বাইডেন বলেন, ‘আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি’। প্রায় ৪ মিনিটের বক্তব্যে এই ডেমোক্র্যাট নেতা বলেন, সংখ্যাগরিষ্ঠতার সব দিক থেকেই আমরা এগিয়ে। ইতিমধ্যে ৭৪ মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। তবে ঝুলে থাকা রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন।
ভোট কারচুপির অভিযোগের প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে বাইডেন বলেন, ‘পক্ষপাতিত্বমূলক যুদ্ধে নষ্ট করার কোনও সময় নেই আমাদের’। বিজয়ী হলে, একজন প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ হবে প্রত্যেকের জন্যই। তিনি বলেন, দেশের বহু মানুষ বেকার। তাদের নিয়ে এখনই কাজ করার সময়। এছাড়া জলবায়ু ও কোভিড নিয়ে কথা বলেন বাইডেন। বক্তব্যের সবশেষ, সমর্থকদের শেষ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। গণতন্ত্রের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ২৪৪ বছরের ইতিহাসে গণতন্ত্রেরই জয় হয়েছে।
তবে কেউ এই গণতন্ত্রের ধারাবাহিকতা থামিয়ে দিতে চেষ্টা করছে বলেও ভাষণে অভিযোগ করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চরম উত্তেজনা মূহুর্ত চলছে। শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, চারটি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে পড়েছে হিসাব নিকাশের পালা। এই চারটি অঙ্গরাজ্য হলো জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদা। অন্য দুই অঙ্গরাজ্য আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত বলে ধরে নিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো।
ওয়াশিংটন পোস্টের জানায়, শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টা ১৮ মিনিট পর্যন্ত পেনসিলভানিয়ায় এক লাখ ৬০ হাজার ভোট গণনা বাকি রয়েছে। তখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৭৪৬ ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ২ হাজার ৯৭৭ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯৩ হাজার ২৩১ ভোট। আজ গণনা শুরু করার আগ পর্যন্ত এই অঙ্গরাজ্যে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন বাইডেন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে বাইডেন। এখানে স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই লাখেরও বেশি ভোট গণনা বাকি। ওয়াশিংটন পোস্ট জানায়, এখানে বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ১৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৩৬৮ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ৪৩ হাজার ৭৭৯ ভোটে। পেনসিলভানিয়া, অ্যারিজোনার মতো নেভাদা অঙ্গরাজ্যেও এগিয়ে ডেমোক্র্যাট বাইডেন। স্থানীয় সময় সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আরও এক লাখ ৯০ হাজারের বেশি ভোট গুনতে হবে নেভাদা কর্তৃপক্ষকে। তখন পর্যন্ত এই অঙ্গরাজ্যে বাইডেন পেয়েছেন ৬ লাখ ২৬ হাজার ৩৯৪ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৬ হাজার ৪২ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ২০ হাজার ৩৫২ ভোট।
এদিকে জর্জিয়ায় এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির ভোটিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টারলিং জানান, সেখানে ৪ হাজার ১৬৯ ভোট গণনার বাকি। এই অঙ্গরাজ্যে জো বাইডেন ১৫৭৯ভোটে এগিয়ে পেছনে ফেলেন ট্রাম্পকে। মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সেই হিসাবে, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট ; অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮ ভোট। মাত্র ৪ হাজার ১৬৯ ভোট গণনা বাকি থাকা অবস্থায় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনার ঘোষণা দিয়েছেন। জর্জিয়ায় ভোটের ফলাফল পুনঃগণনার কারণ, দুই প্রার্থীর মধ্যে মোট প্রাপ্ত ভোটের ব্যবধান ০.৫ শতাংশ নিউইয়র্ক টাইমস জানায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত ২৫৩টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন। আর রিপাবলিকান ট্রাম্প পাচ্ছেন ২১৪টি। ফক্স নিউজসহ কিছু গণমাধ্যম অবশ্য বাইডেনের ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কথা জানাচ্ছে। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি।