বিয়ে না করার বিষয় নিয়ে সবসময় আলচলায় থাকেন সালমান খান । আজ ৫৫ বছর বয়সেও বিয়ে করেননি তিনি। অভিনয় জীবন শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন সালমান । তবে বিয়ে নিয়ে তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।
এবার সালমান খানের বিয়ে না করার আসল কারণ জানিয়েছেন সহঅভিনেতা ও ভগ্নিপতি আয়ুষ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!
আয়ুষ আরও জানিয়েছেন, সালমানের সঙ্গে আড্ডা মারার সময় সাধারণত এই বিষয়ে কোনো কথাবার্তা করা হয় না। উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারবেন বলেই আমার বিশ্বাস।
তিনি আরও বলেন,”সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী সালমান। আর একেবারে ঠিক সেভাবেই জীবনযাপন করেন সালমান। বিস্বাস করুন আমি নিজেও তার মতো এত সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারব না।”
তবুও এসব বিষয় নিয়ে কোনো মাথাব্যথাই নেই তার। তবে হ্যাঁ, ভালো সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে সালমান খানের । যদি কখনো তিন ঘণ্টা একা থাকা, টানা ভালো ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪