ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছুরিকাঘাতে মেঘলা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাঈমের (৩০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার (১০ জুলাই) উপজেলার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে । নিহত গৃহবধূ মেঘলা কসবা পৌর শহরের কালিকাপুরের মো. আলমগীর হোসেনের মেয়ে। এঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন।
আলমগীর হোসেন জানান, সোমবার সকালে আমার ছোট দুই মেয়েকে স্কুলে নিয়ে যাই। সে সময়ে বাড়িতে মেঘলা ও তার স্বামী নাঈম তাদের ঘরে ছিলেন। পরে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে আছে। দ্রুত উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে মেঘলার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ নেয়ার পথে মারা যায় সে।
তিনি বলেন, মেঘলাকে তার স্বামীই ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘাতক নাঈমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনার পর থেকে মেঘলার স্বামী নাঈম পলাতক রয়েছেন। মেঘলার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪