কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার শাপলা চত্বর মোড়ের জিরো পয়েন্টে অভিযান পরিচালনা করে রাশেদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। আটক ওই নারীর কাছে থেকে ৩ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪