আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০১৯ বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। এবারও থাকছে একই। যা অনেকের কাছেই বিস্ময়কর।
অংশগ্রহণকারী কোনো দলই খালি হাতে ফিরবে না। সবার জন্যই থাকছে আর্থিক পুরস্কার।ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার পুরস্কার। আর রানার্সআপ দল পাবে তার অর্ধেক বা ২০ লাখ ডলার।
গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৮ লাখ ডলার করে।অংশগ্রহণকারী ১০ দলের মাঝে লিগ পর্ব থেকেই বিদায় ঘটবে ৬ টি দলের।
সেই দলগুলো পাবে ১ লাখ ডলার করে। প্রতিটি দলই লিগ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে। সে ক্ষেত্রে লিগ পর্বে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। তাহলে হিসাব কষতে শুরু করুন, বাংলাদেশ দল কত আয় করবে? উল্লেখ্য, আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪