প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আত্মহত্যা করেছেন বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় ঘটে এই ঘটনাটি । ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জন নারীকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর রাজপাড়া থানার কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানায়, বুলবুলের বাড়ি পুঠিয়ায়।
যুবক বুলবুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই পাড়ার তুলি আকতারের। কিছুদিন আগে তুলির বিয়ে হয়ে যায়। পরে তুলি জেনি আকতার নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে দেয়ার কথা বলে ডেকে আনে বুলবুলকে ।
দুপুরে বুলবুল লক্ষ্মীপুরের একটি রেস্টুরেন্টে বসে তুলির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে বিষপান করে এবং একটু পরে নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করে । সেখানকার লোকজনরা যুবককে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয় তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪