নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলম মঞ্জার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মনসুর আলম সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলির বকপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মনসুর আলম একই গ্রামের প্রতিবেশী ১১ বছরের এক শিশুকে বেশ কয়েক দিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার (৩০ নভেম্বর) সকালে শিশুটির বাড়িতে কেউ না থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে সে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মনসুরকে আটক করে পুলিশ খবর দেয়। পরে এলাকাবাসী খবর পেয়ে মনসুরকে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে যার নং-২৪।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪