চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আবুল কাশেম গাজী নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
গতকাল সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় হাজির হয়ে ভুক্তভোগী গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
ধর্ষণের স্বীকার প্রবাসীর স্ত্রী জানায়, একমাস আগে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের চৌকিদার আলী আক্কাছ গাজীর ছেলে আবুল কাশেম গাজীর (৩০) সাথে মোবাইল ফোনে একই ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের প্রবাসীর স্ত্রী (২৪) তিন সন্তানের জননীর প্রেমের সম্পর্ক হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৭ মার্চ সোমবার সকালে স্থানীয় পাটোয়ারি বাজারে ওই গৃহবধূ বাজার করতে আসে। এসময় পাটোয়ারি বাজারের দক্ষিণ পার্শ্বের রাস্তায় আবুল কাশেম গাজী ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যায় এবং লঞ্চের কেবিনে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আবুল কাশেম গাজী নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪