বলিউডের জনপ্রিয় খল অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন।
রোববার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। অনুপম শ্যাম এর মৃত্যুতে বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া।
পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। সপ্তাহখানেক আগে বেশ আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি।
‘শ্যাম দস্তক’, ‘হাজার চৌরসী কি মা’, ‘দুষ্মান’, ‘সত্যা সংগ্রাম’, ‘লাগান’, ‘নায়ক’, ‘শক্তি’, ‘পাপ’, ‘স্লামডগ মিলিওনিয়ার’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন অনুপম শ্যাম।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪