আজ হলো বিশ্ব এইডস দিবস। এইডস এক ধরনের ভাইরাস। প্রতি বছরের মতো এ বছরেও স্বাস্থবীধি মেনে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটির স্লোগান হিসেবে গাওয়া হবে “সারা বীশ্বের ঐক্য, এইডস এর প্রতিরোদধে সবাই নেবো দায়িত্ব”। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ভাইরাসটির সচেতনতা বারানোর জন্য এই দিবসটি পালন করা হয়।
জাতিসংঘের এইডস-বিষয়ক প্রতিষ্ঠান ইউএন এইডসের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতিদিন সাড়ে ৫ হাজার মানুষ এইডসে আক্রান্ত হন। এর মধ্যে ৫০০ জনেরই বয়স ১৫ বছরের নিচে। আক্রান্ত ৩২ শতাংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের নিচে, যার ২০ ভাগই নারী। আক্রান্তদের ৬১ ভাগ সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে বসবাসকারী।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট এইডস আক্রান্ত মানুষের সংখ্যা হলো ৩ কোটি ৭৯ লাখ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক লোক ৩ কোটি ৬২ লাখ। মোট আক্রান্তের মধ্যে ১ কোটি ৮৮ লাখ নারী এবং ১৭ লাখ শিশু।
শুধু ২০১৮ সালে নতুন করে আবার আক্রান্ত হয়েছেন ১৭ লাখ, যার মধ্যে প্রাপ্তবয়স্ক হলো ১৬ লাখ। এখন পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার মানুষের। যার মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ লাখ ৭০ হাজার এবং শিশু ১ লাখ।
বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার। এ পর্যন্ত এই রোগে শনাক্ত হয়ে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৬ হাজার ৬০৬ জন, যার মধ্যে প্রাপ্তবয়স্কই হলো ৫৬০ জন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪