দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরল উপজেলার ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), একই এলাকার শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজামের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, মোটরসাইকেলে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বিরলে নিজ বাড়ি ফিরছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার জুলু মুদিখানা নামক স্থানে বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮-৭৯০২) তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এদিকে এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪