গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪