
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্মুখে সড়ক দুর্ঘটনায় মোঃ নঈম উদ্দিন (৬০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছে ।
নিহত মুদি দোকানদার হলেন শেখপুরা বালুবাড়ী এলাকার বাসিন্দা। রবিবার (২৩ আগস্ট) দুপুরে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাইসাইকেল যোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন নইম উদ্দিন। ফুলবাড়ি থেকে আগত ১০ মাইল গামী মাল ভর্তি ট্রাক সাইকেলের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মুদি দোকানদার নইমুদ্দিন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আমরা ট্রাকটিকে ধরতে পারিনি। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪