
টেকনাফে জেলের বড়শিতে ১৩০ কেজির শাপলাপাতা মাছ
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে আবদুল আমিন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলে আবদুল আমিন জানান, বুধবার রাতে বড়শি নিয়ে নৌকায় করে তিনিসহ ৩ জন সাগরে মাছ ধরতে যান। ভোরে তার বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন বড় কোনো কোরাল হবে। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর দেখা যায় বিশাল আকারের শাপলাপাতা মাছ।
এর পর বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে প্রায় ৭০ হাজার টাকায় মাছটি কেনেন টেকনাফের নুর মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ী।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাছটি স্টিংরে প্রজাতির একটি মাছ। যার বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা।
ইংরেজি নাম ল্যাপার্ড স্টিংরে। এ প্রজাতির মাছ সমুদ্রের অগভীরে তলদেশ ঘেঁষে বিচরণ করে। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।