ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনায় ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৭১ নিখোঁজ রয়েছেন। ধ্বংস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তুষারধসের কারণে ঋষিগঙ্গা নদীতে বন্যা দেখা দেওয়ায় বিপাকে পড়েছে উদ্ধারকর্মীরা।
ইউনিয়ন পাওয়ার মিনিস্টার আর কে সিং ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, তুষারধসের ঘটনায় সরকারি অবকাঠামোর ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১৫০০ কোটি।
উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, চামোলি জেলার তপোবন, কর্নাপ্রায়াগ ও কলেশ্বরে এবং রুদ্রপ্রায়াগের কোটেশ্বরে উদ্ধার অভিযান চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪