জিনদের জন্য মসজিদ বানানোর কাজ চলছে। জিনের সন্তানদের খাওয়াদাওয়ার খরচ দরকার। এসব কথা বলে কয়েকজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৩ কোটি টাকা । টাকা না দিলে ওই ব্যক্তির সন্তানেরা ক্ষতির শিকার হবেন এমন ভয়ভীতিও দেখানো হয়। এই ঘটনাটি দিনাজপুর সদর উপজেলার।
প্রতারণার শিকার ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পৌর শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে জিনের বেগম পরিচয় দেওয়া এক নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার মোহাম্মদ বাবুর স্ত্রী কথিত জিনের বেগম লাইজু (৪০), একই এলাকার মৃত খেজুর উদ্দিনের ছেলে আলতাব হোসেন (৫২), আলতাব হোসেনের মেয়ে আঁখি সুবর্ণা (৩০), ও তার আরেক সন্তান অনুরাগ আল ইমরান (২৭)।
জানা গিয়েছে, প্রায় ৪ বছর ধরে কথিত জিনের বেগম লাইজুসহ তার প্রতারক চক্র ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আমেরিকান প্রবাসী সারোয়ার রহমানের মা রোকেয়া রহমানকে বেহেস্তে জিনের মসজিদ তৈরি ও জিনদের জন্য খাওয়া দাওয়া করানোর নামে প্রায় ৩ বছর ধরে ৩ কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করেন। এই চক্রটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এইসব টাকা ওই পরিবারে নিকট হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়।
এরুপ অবস্থায় উপায় না পেয়ে আমেরিকান প্রবাসী সারোয়ার রহমান গত ৪ মার্চ তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি প্রতারণা মামলা করেন। এই মামলায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।